ঢাকা থেকে কলকাতা যাওয়া সম্ভব হলেও এখন পর্যন্ত মেঘালয় রাজ্যের রাজধানী শিলং যাওয়া সম্ভব হয়নি বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ। শিলং সিভিল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির এই নেতার সঙ্গে দেখা করার জন্য কলকাতায় এসেও টিকিট পেলেন না তিনি।
রবিবার রাত ভারতীয় সময় ৯টা ৪৫ মিনিটে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটযোগে ঢাকা ছাড়েন তিনি। মধ্যরাতে পৌঁছান কলকাতা বিমান বন্দরে। এ সময় হাসিনা আহমেদের বোন জামাই মাহবুব কবির তার সঙ্গে ছিলেন।
কলকাতায় নেমেই শিলং যাওয়ার টিকিট খোঁজেন তারা। সোমবার শিলং যাত্রার টিকিট না পেয়ে কলকাতা গৌহাটি ফ্লাইটের টিকিট কাটার চেষ্টা করেন। কিন্তু সেই টিকিট পেতেও ব্যর্থ হন। এরপর পার্ক স্ট্রিটের হোটেলের উদ্দেশে রওয়ানা হন তারা। কলকাতা বিমানবন্দরে নেমে হাসিনা আহমেদ বলেন, 'শিলং যাত্রার টিকিট এখনো পাইনি। মন ভাল নেই।'
প্রায় দুই মাস নিখোঁজ থাকার পর গত ১২ মে শিলংয়ে খোঁজ মেলে সালাহউদ্দিন আহমেদের। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় ও অবৈধ অনুপ্রবেশের কারণে মামলা হওয়ায় আপাতত সেখানেই অবস্থান করতে হচ্ছে তাকে।
বিডি-প্রতিদিন/১৮ মে ২০১৫/শরীফ