পৃথিবী খ্যাত চেন মার্কেট ওয়ালমার্ট ওয়ালমার্ট আজ আমের প্রথম চালানটি নিচ্ছে। প্রথম মাসে দুই টন আম কিনবে ওয়ালমার্ট। এবারের পুরো মৌসুমে মোট ৮৫ টন আম পাঠানোর প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল রাজধানীর খামার বাড়ি মিলনায়তনে এক অনুষ্ঠানে হর্টেক্স ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, প্রথমবারের মতো আমের যে চালান পাঠানো হচ্ছে তার সবই সাতক্ষীরায় উৎপাদিত। ক্রমান্বয়ে দেশের অন্যান্য এলাকা যেমন মেহেরপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত অন্যান্য জাতের আমও পাঠানো হবে। এ বারের পুরো মওসুমে মোট ৮৫ টন আম পাঠানোর প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটা কম-বেশি হতে পারে। এ মৌসুমে শুধু ল্যাংড়া ও আম্রপালি পাঠানো হবে। এরপর প্রতি সপ্তাহে চার মণ করে অন্য জেলার আম যুক্তরাজ্যের বাজারে রফতানি হবে। এরই মধ্যে ওয়ালমার্টের কাছে দেশের ৭ জেলার নয়টি উপজেলার ১৮০ জন আমচাষী নাম লিখিয়েছেন। পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে আম ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারেও পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/ ১৮ মে, ২০১৫/ রশিদা