দেশে পর্যাপ্ত পরিমাণে ভোগ্যপণ্য মজুত থানার কারণে আসন্ন রমজানে দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদেরকে তিনি একথা বলেন। এর আগে মন্ত্রী সফররত ভারতের বাণিজ্য সচিব রাজীব খেরের সঙ্গে বৈঠক করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গতবারের চেয়েও বেশি পণ্য এবার মজুত রয়েছে। ফলে রমজানে ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকবে। গতবারের চেয়েও বেশি পণ্য এবার মজুত রয়েছে। তাছাড়া, রমজান মাসের জন্য আমাদের সকল ধরনের প্রস্তুতি রয়েছে।’
এদিকে, তিন সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু হয়নি টিআইবির এমন প্রতিবেদনকে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, তাদের প্রতিবেদন সঠিক নয়। তারা নেতিবাচক বিষয় ছাড়া আর কিছু খুঁজে পায় না। '
বিডি-প্রতিদিন/১৮ মে, ২০১৫/মাহবুব