ভারতের মেঘালয় রাজ্যের শিলং সিভিল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।
সোমবার ভারতীয় সময় রাত ৮টার দিকে হাসিনা আহমেদ পুলিশের অনুমতি নিয়ে হাসপাতালে তার স্বামীর সঙ্গে দেখা করেন।
এর আগে, সোমবার দুপুরে কলকাতার দমদম এয়ারপোর্ট থেকে হাসিনা আহমেদ ও তার বোন জামাই আসামের গৌহাটি রওয়ানা দেন। গৌহাটি থেকে ট্যাক্সিযোগে ১০০ কিলোমিটার দূরে শিলং পৌঁছান ভারতীয় সময় সন্ধ্যা ৭টার দিকে। এরপর তিনি ইস্ট খাসি হিল জেলার পুলিশ সুপার এম খারক্রাংয়ের কার্যালয়ে গিয়ে সালাহউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি নেন।
এর আগে, রবিবার বিকেলে ভিসা পাওয়ার পর রাত ৯টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার ২২৯ ফ্লাইটের একটি বিমানে করে তিনি কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
উল্লেখ্য, প্রায় ২ মাস ধরে নিখোঁজ থাকার পর গত মঙ্গলবার মেঘালয়ের শিলং পুলিশের হাতে আটক হন সালাহউদ্দিন। বর্তমানে তিনি শিলিং সিভিল হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি-প্রতিদিন/১৮ মে, ২০১৫/মাহবুব