বিএনপি যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। স্থানীয় সময় আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে ভারতের শিলং হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন সালাহ উদ্দিন আহমেদকে দেখার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হাসিনা আহমেদ বলেন, তার (সালাহ উদ্দিন) শারীরিক অবস্থা আরও খারাপ হয়েছে। আমি যখন তার সঙ্গে দেখা করছিলাম তখন তার পা কাঁপছিলো। তিনি ভালোভাবে কথা বলতে পারছিলেন না। এক প্রশ্নের জবাবে হাসিনা আহমেদ বলেন, এর আগে সিঙ্গাপুরে সালাহ উদ্দিন আহমেদের হার্ট এবং কিডনির চিকিৎসা হয়েছিল। তাই আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য সেখানে নিয়ে যেতে চাই।
প্রসঙ্গত, নিখোঁজ থাকার দুই মাস ১৫ দিন পর সোমবার প্রথম স্বামীর সঙ্গে দেখা হয় হাসিনা আহমেদের।
বিডি-প্রতিদিন/ ১৯ মে, ২০১৫/ রোকেয়া।