রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ঢাকা মহানগর হাকিম আদালতে আজ মঙ্গলবার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদুল ইসলাম এ অভিযোগপত্র দাখিল করেন।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল অবরোধ চলাকালে রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করা হয়েছিল। বাসে অাগুনের ওই ঘটনায় বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছিল।
বিডি-প্রতিদিন/ ১৯ মে ২০১৫/শরীফ