তিনদিনের সফরে আগামী ২৪ মে রবিবার ঢাকায় আসছেন চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ানদং। বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪০ বছরপূর্তি উপলক্ষে তার এই ঢাকা সফর।
চীনা উপ-প্রধানমন্ত্রী এ সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। তিনদিনের সফর শেষে লিউ ইয়ানদং ঢাকা থেকে সরাসরি ইন্দোনেশিয়া যাবেন।
এদিকে, চীনের উপ-প্রধানমন্ত্রীর এ সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। তার সফর উপলক্ষে প্রস্তুতি নিয়ে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাজ বন্টন করে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/২০ মে, ২০১৫/মাহবুব