প্রায় ৪ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এদিন ভোর পৌনে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে জংশনের আউটারে ঢাকা মেইল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মুজামদার বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনটি ভোরে আখাউড়া রেলওয়ে জংশনের আউটারে আসলে তিনটি বগি বিকট শব্দে লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকেই ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে আখাউড়া লোকোশেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে। এরপর সকাল ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিডি-প্রতিদিন/২১ মে ২০১৫/ এস আহমেদ