সাগর পথে মালয়েশিয়ায় যাওয়ার পথে দীর্ঘদিন ভেসে থেকে ফেরৎ আসা ১৭ বাংলাদেশিকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কক্সবাজারের টেকনাফ থেকে বৃহস্পতিবার তাদের উদ্ধার করা হয়।
টেকনাফ বিজিবির ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া থেকে বিজিবির টহল দলের সদস্যরা তাদের উদ্ধার করে।
তারা হলেন, নরসিংদীর রায়পুর উপজেলার দক্ষিণ মির্জানগর এলাকার মো. গিয়াস উদ্দিনের ছেলে মো. বিল্লাল হোসেন (২৮), মো. হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ শফিক (২৩), মৃত কাজী মোতালেবের ছেলে মো. কাজী ইলিয়াছ (৫৬), মো. জালাল মিয়ার ছেলে মো. কাউসার মিয়া (২২), শিবপুর উপজেলার বড়কান্দা সপরিয়া এলাকার মো. লিটন মিয়ার ছেলে মো. রকিব (২৩), নরসিংদী সদরের চৌয়া গ্রামের মো. আবু সিদ্দিকের ছেলে মো. আসাদ মিয়া (৩০), মো. ওহাব আলীর ছেলে মো. ইউসুফ (২০), কান্দাইল গ্রামের মো. আজিজের ছেলে মো. কিরণ মমিন (২১), মো. লিটন মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (২৩), পাগহাটা মীরাপাড়ার মৃত আসাব উদ্দিনের ছেলে মোহাম্মদ আলম (৩৫), চাঁখোলা গ্রামের মৃত ফোকান আলীর ছেলে মো. সাহাবুদ্দিন (৩৭), চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ মরহলা গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে মো. আবু বক্কর (২১), মৃত আহমদ হোসেনের ছেলে মো. শাহজাহান আলী (২৪), আশকর আলী বাড়ী গ্রামের মো. ফারুক আহমদের ছেলে মো. ইউনুস আলী (২৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বেলাবো গ্রামের গৌরাঙ্গ মোদকের ছেলে মানিক মোদক (২৪), সদর উপজেলার বাবুরাই গ্রামের মো. আলী হোসেনের ছেলে মো. নবী হোসেন (২৮) ও হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাবিলপুর গ্রামের তারিক উল্লাহর ছেলে মো. লোকমান আলী (২৫)।
বিজিবি কর্মকর্তা আবু রাসেল উদ্ধার হওয়া যাত্রীদের বরাত দিয়ে জানান, ৫০ দিন আগে কক্সবাজারের মহেশখালী উপকূল থেকে সাগরপথে দালালরা তাদের মাছ ধরার ট্রলারে করে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে। এতদিন তারা সাগরে ভেসে ছিলেন। বৃহস্পতিবার অপরিচিত কিছু লোকের মাধ্যমে ছোট একটি ট্রলারে করে শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার নাফ নদীর পাড়ে নামিয়ে দিয়ে যায়। সেখানে বিজিবির সদস্যদের একটি টহল দল তাদের উদ্ধার করে নিয়ে আসে।
বিডি-প্রতিদিন/২১ মে ২০১৫/ এস আহমেদ