মানবতাবিরোধী অপরাধ মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি বাদশা মিয়া (৭০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ ভোর ৪টার দিকে তার নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাকৃত বাদশা মিয়া কক্সবাজারের মহেশখালী উপজেলার ওয়ানক ইউনিয়নের কালাজিপাড়া গ্রামের বাসিন্দা।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মানবতাবিরোধী অপরাধ মামলায় এ নিয়ে ১৬ আসামির মধ্যে গতকালের তিন জনসহ মোট চার জনকে গ্রেপ্তার করা হলো। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।