বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন, বিএনপি আওয়ামী লীগের উন্নয়ন দেখে ভয় পাচ্ছে, নিজেস্ব অর্থ দিয়ে পদ্মা সেতু নির্মাণ হচ্ছে, এর পরেই শুরু হবে পায়রা বন্দর নির্মানের কাজ, এ সরকারের আমলে দক্ষিনাঞ্চল উন্নয়নের জোয়ারে ভাসছে।
শুক্রবার ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। জননেত্রী শেখ হাসিনা দেশ গঠনে ঐকান্তিকভাবে কাজ করে যাচ্ছেন। আর সরকারের এই উন্নয়ন ধারাবাহিকভাবে থাকলে আগামি ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ পৃথিবীর সেরা ধনী দেশে রূপান্তরিত হবে।
তিনি আরও বলেন, সমুদ্র জয় থেকে শুরু করে দেশের প্রতিটি অর্জন জাতীয় স্বার্থে জাতির জন্য মঙ্গলকর বয়ে এনেছে। আর শেখ হাসিনা সরকার থাকা অবস্থায়ই সেটা সম্ভব হয়েছে।
ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক সরদার শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সাবেক উপজেলা আওয়ামী সভাপতি দৈনিক বাংলাদেশ সময় সম্পাদক ড. এমএ হান্নান ফিরোজ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরউজ্জামান মনির।
বিডি-প্রতিদিন/২২ মে, ২০১৫/মাহবুব