জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশে দিন-দিন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। গ্রামীণ জনগোষ্ঠী উন্নয়নের ধারায় সংযুক্ত হচ্ছে, বিদ্যুতায়ন হচ্ছে, আর সব মিলিয়ে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দেশ।
শুক্রবার (২২ মে) রাতে রাজধানীর গুলশান ক্লাবে নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এনবিএ) আয়োজনে গালা নাইট-২০১৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এনবিএ গালা নাইট সম্পর্কে তিনি বলেন, সংবাদ পাঠ একটি সৃজনশীল কাজ। এখন এটি একটি পেশাও। মানুষ এখন এটিকে পেশা হিসেবে নিতে পারছে মিডিয়ার অগ্রগতির কারণে।
শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশে বেসরকারি চ্যানেল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুশাসন প্রতিষ্ঠায় তারাসহ সবগুলো মিডিয়া কাজ করছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গহর রিজভী, ল্যাব এইড গ্রুপের ব্যবস্থাপনা চেয়ারম্যান (এমডি) ডা. এ এম শামীম।
বিডি-প্রতিদিন/২২ মে, ২০১৫/মাহবুব