মানবতাবিরোধী অপারাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ তাঁর আইনজীবীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে দশটায় নারায়ণগঞ্জ কারাগারে মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করেন আইনজীবীরা। এসময় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে করা আপিলে যুক্তিতর্ক পরিচালনার জন্য তিনি এই নির্দেশনা দেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে অ্যাডভোকেট মোহাম্মাদ শিশির মনির বলেন, ‘প্রায় পৌনে একঘণ্টা মুজাহিদ সাহেবের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে আপিলে যুক্তিতর্ক উপস্থাপনে প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলেছেন ও দিক-নির্দেশনা দিয়েছেন।’তবে কী কী বিষয়ে কথা হয়েছে সেটির উল্লেখ করেননি তিনি।
শিশির বলেন ‘উনার (মুজাহিদের) মামলার আপিলে যুক্তিতর্ক উপস্থাপন করবো আগামীকাল রবিবার। এজন্য আমরা তার সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় দিক নির্দেশনা নিয়ে আসলাম।’ শিশির মনিরের নেতৃত্বে তিনজন আইনজীবী আজ মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করেন। অপর দুজন হলেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী ও ব্যারিস্টার নাজিবুর রহমান।
বিডি-প্রতিদিন/ ২৩ মে, ২০১৫/ রোকেয়া।