ভারতের মেঘালয়ের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ এ্যান্ড মেডিকেল সায়েন্সেস (নেগ্রিমস) হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন বিএনপির যুগ্ন মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরন রিজুজু।
শনিবার দুপুরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ ডায়ালগে’র প্রথমদিনে তিনি এ কথা বলেন।
কিরন রিজুজু বলেন, সালাহউদ্দিন আহমেদ যে ভারতে এসেছেন, অবৈধ অভিবাসী আইনেই এর বিচার হবে। এ নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই।
এদিকে শিলংয়ে নেগ্রিমস হাসপাতালে সালাহ উদ্দিনের মেডিকেল রিপোর্ট রবিবার রিভিউ করা হবে এবং সোমবার আদালতের জন্য ছাড়া হবে, মেঘালয় পুলিশের সূত্র থেকে এমন খবর মিলেছে। হাসপাতাল সূত্র জানায়, সালাহ উদ্দিন আহমেদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
এরআগে, বৃহস্পতিবার তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় ভারতের মেঘালয়ের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ এ্যান্ড মেডিকেল সায়েন্সেস (নেগ্রিমস) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। শনিবার সকালে তাকে আনা হয় সাধারণ বেডে। এ দিন তার দু’টি শারীরিক পরীক্ষা করা হয়েছে।
নেগ্রিমসের পরিচালক এ জি এহেনগার জানান, একজন চিকিৎসকের তত্ত্বাবধানে সালাহ উদ্দিন আহমেদ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। দুই-এক দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় দুই মাস নিখোঁজ থাকার পর গত ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলং পুলিশের হাতে আটক হন সালাহউদ্দিন আহমেদ।
বিডি-প্রতিদিন/২৩ মে, ২০১৫/মাহবুব