বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তির বাস্তবায়নসহ সাম্প্রতিক সময়ে বেশকিছু অর্জনে অসামান্য অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে হবে।
শুক্রবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
গণসংবর্ধনা অনুষ্ঠানের জন্য সোহারাওয়ার্দী উদ্যানে পানির ফোয়ারার ঠিক দক্ষিণ পাশেই উত্তর দিকে মুখ করে তৈরি করা হয়েছে মঞ্চ। এর সামনেই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তৈরি করা হচ্ছে আরেকটি মঞ্চ। মূল মঞ্চসহ এলাকাজুড়ে টানানো হচ্ছে সামিয়ানা। এটিই মূল প্যান্ডেল। এর মধ্যে ২০ হাজার চেয়ার বসানোর ব্যবস্থা করা হয়েছে।
জানা যায়, মূল মঞ্চে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ শামসুল হক।
বিডি-প্রতিদিন/২৯ মে, ২০১৫/মাহবুব