সংবর্ধনাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৪টা ১০ মিনিটের দিকে তিনি সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছান।
বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তির বাস্তবায়নসহ সাম্প্রতিক সময়ে বেশকিছু অর্জনে অসামান্য অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ গণসংবর্ধনা দিচ্ছে জাতীয় নাগরিক কমিটি। কমিটির আহ্বায়ক সৈয়দ শামসুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
গণসংবর্ধনা অনুষ্ঠানের জন্য সোহারাওয়ার্দী উদ্যানে পানির ফোয়ারার ঠিক দক্ষিণ পাশেই উত্তর দিকে মুখ করে তৈরি করা হয়েছে মঞ্চ। এর সামনেই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে আরেকটি মঞ্চ। মূল মঞ্চসহ এলাকাজুড়ে টানানো হচ্ছে সামিয়ানা। এটিই মূল প্যান্ডেল। এর মধ্যে ২০ হাজার চেয়ার বসানোর ব্যবস্থা করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল নেমেছে। সকাল থেকেই রাজধানীসহ বিভিন্ন এলাকার মানুষ জড়ো হতে শুরু করেন সোহরাওয়ার্দী উদ্যানে। প্রচণ্ড গরমে সমবেতদের হাঁসফাঁস করতে দেখা যায়। তবে বিকেল পৌনে ৪টার দিকে বৃষ্টি নামলে তাদের মধ্যে স্বস্তি নেমে আসে। একইসঙ্গে বৃষ্টির হাত থেকে বাঁচতে দৌঁড়ঝাপ শুরু হয়।
বিডি-প্রতিদিন/২৯ মে ২০১৫/ এস আহমেদ