আগাম জামিন নিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। তিনি আজ শুক্রবার দুপুরে শিলং জেলা জজ আদালত থেকে আগাম জামিন নেন।
বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন সালাহউদ্দিনের আইনজীবি এসপি মহেন্ত।
এর আগে, বুধবার শিলং আদালত সালাহ উদ্দিনকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠান। শিলং পুলিশের এসপি বিবেক সিয়াম ওই সময় বলেন, সালাহ উদ্দিনকে বুধবার আদালতে হাজির করা হয়। আদালত তাকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠিয়েছেন। পরে তাকে শিলং কারাগারে পাঠানো হয়।
আইনি হেফাজতে নেওয়ার পর অসুস্থ বোধ করায় বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ভারতের শিলংয়ের নেগ্রিমস হাসপাতালে নেওয়া হয় সালাহ উদ্দিন আহমদকে।
বিডি-প্রতিদিন/ ২৯ মে ১৫/ সালাহ উদ্দীন