জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ‘দেশরত্ন’ উপাধিতে ভূষিত করা হয়েছে। এখন থেকে শেখ হাসিনার নামের আগে দেশরত্ন শব্দটি আবশ্যিকভাবে ব্যবহারের ঘোষণা দেওয়া হয়।
আজ বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নাগরিক কমিটির সভাপতি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই উপাধিতে ভূষিত করেন।
এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত জনতা মুহুর্মুহু করতালি দিয়ে শেখ হাসিনার এই উপাধিকে স্বাগত জানায়।
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে শেখ হাসিনার এই উপাধি ঘোষণা দিয়ে সৈয়দ শামসুল হক বলেন, আজ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের প্রারম্ভে আবশ্যিকভাবে দেশরত্ন শব্দটি ব্যবহার করা হবে। আমি সবার পক্ষ থেকে তাকে দেশরত্ন উপাধিতে ভূষিত করছি। এ বিষয়ে আপনাদের সমর্থন চাই।
এ সময় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সব বড় বড় অর্জন এবং দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন সৈয়দ শামসুল হক। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উন্নয়নের কবি হিসেবেও আখ্যা দেন।
সৈয়দ শামসুল হক বলেন, মননের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, রাজনীতির কবি বঙ্গবন্ধু আর উন্নয়নের কবি ‘দেশরত্ম’ শেখ হাসিনা।