মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেলে তা পুনর্বিবেচনার জন্য 'রিভিউ আবেদন' করবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
আজ মঙ্গলবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন। রায় ঘোষণার পর সাংবাদিকদের খন্দকার মাহবুব হোসেন বলেন, ঢালাওভাবে বুদ্ধিজীবী হত্যার কথা বলে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ সুস্পষ্ট নয়। এছাড়া যে সাক্ষী প্রমাণের ভিত্তিতে এ রায় দেওয়া হয়েছে তাও সঠিক হয়নি। রায়ের কপি হাতে পেলে ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করব।
ট্রাইব্যুনালের রায়ে তিনটি অভিযোগে মুজাহিদের ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল। আপিল বিভাগ তার মধ্যে একটি অভিযোগে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন।
রায়ের পর সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এর আগে ট্রাইব্যুনাল আলী আহসান মুজাহিদের মামলায় ১, ৩, ৫, ৬ ও ৭ নম্বর অভিযোগে তার বিরুদ্ধে দণ্ড দিয়েছিলেন। প্রমাণিত ১ নম্বর অভিযোগকে ৬ এর সঙ্গে সংযুক্ত করে সমন্বিতভাবে ও ৭ নম্বর অভিযোগে মুজাহিদকে মৃত্যুদণ্ড, ৫ নম্বর অভিযোগে যাবজ্জীবন এবং ৩ নম্বর অভিযোগে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। প্রমাণিত না হওয়া ২ ও ৪ নম্বর অভিযোগে খালাস দেওয়া হয়। আপিল বিভাগ শুধু ৬ নম্বর অভিযোগে (বুদ্ধিজীবী হত্যা) মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন। ১ নম্বর অভিযোগ থেকে তাকে অব্যহতি দেওয়া হয়েছে। ৭ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ড কমিয়ে আজীবন কারাদণ্ড দিয়েছেন। বাকি দণ্ডগুলো বহাল রেখেছেন।
বিডি-প্রতিদিন/১৬ জুন ২০১৫/এস আহমেদ