বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলের নদ-নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ। গত কয়েক দিনে জেলেদের জালে ধরা পড়া ইলিশের সাইজও বেশ বড়। সরকারের জাটকা আহরণে নিষেধাজ্ঞার কারণে এবার ইলিশের সাইজ বড় হয়েছে বলে মৎস বিভাগ দাবি করছে।
সর্বনিম্ন ৫০০ গ্রাম থেকে এক কেজি, সোয়া কেজি ওজনেরও ইলিশ ধরা পড়ছে বেশি। ফলে স্থানীয় জেলেদের মাঝে বিরাজ করছে মৌসুমী আনন্দ। এ কারণে বাগেরহাটের প্রধান কেবি মৎস্য বন্দরসহ উপজেলার হাটবাজারে পর্যাপ্ত ইলিশ পাওয়া যাচ্ছে। দাম একটু চড়া হলেও ইলিশের স্বাদ পেয়ে ক্রেতারাও বেশ খুশি।
অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকায় সাগরে জাল ফেলতে পারছে না জেলেরা। উত্তাল বঙ্গোপসাগরে টিকতে না পেরে শত শত মাছ ধরা ট্রলার ও ইঞ্জিন চালিত নৌকা সুন্দরবনসহ উপকূলীয় বিভিন্ন নদনদীতে আশ্রয় নিয়েছে। আজ সোমবার সকালে সাগর থেকে উপকূলে ফেরার সময় ২০ জন জেলেসহ পাথরঘাটা এলাকার দুটি ট্রলার ডুবে গেছে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নারকেলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে মৎস্য ব্যবসায়ী ও সুন্দরবন বিভাগ নিশ্চিত করেছে।
বাগেরহাটের প্রধান কেবি মৎস্য বন্দরের জেলে ও মাছ বিক্রেতা আ. হালিম খান, মিলন হাওলাদার, ইসমাইল হাওলাদারসহ বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, অন্যান্য বছরের তুলনায় গত কয়েক দিনে উপকূলের সুন্দরবন সংলগ্ন বলেশ্বর ও ভোলা নদীতে প্রচুর পরিমান ইলিশ জেলেদের জালে ধরা পড়ছে। এসব মাছের সাইজও বড়। অন্যান্যবার এই সময় জাটকা ধরা পড়তো। কিন্তু এবার ৫০০ গ্রাম থেকে এক কেজি, সোয়া কেজি ওজনের ইলিশই বেশি। সোমবার সকালে উপজেলা সদর রায়েন্দা মাছের বাজারে গিয়েও তার প্রমান পাওয়া গেছে।
শরণখোলা উপজেলা জেলে সমিতির সভাপতি মো. দুলাল ফরাজী জানান, স্থানীয় নদীতে মৌসুমের শুরুতে যেভাবে ইলিশ ধরা পড়ছে শেষ পর্যন্ত তা থাকবে কীনা বোঝা যাচ্ছে না। বর্তমানে হাটবাজারে প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে। এখন বাজারে জাটকা নেই বললেই চলে। বড় ইলিশ বিক্রি করে জেলেরাও লভবান হচ্ছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. কামাল আহমেদ জানান, নিম্নচাপের প্রভাবে ৩ নম্বর সতর্ক সংকেত চলছে। এ কারণে সকল মাছধরা ট্রলার সুন্দরবনের কচিখালী, সুপতি, কটকা, নারকেলবাড়িয়া ও দুবলা এলাকায় আশ্রয় নিয়েছে। আশ্রিত জেলেদের নিরাপত্তা দেয়ার জন্য সংশ্লিষ্ট এলাকার বন রক্ষীদের নির্দেশ দেওয়া হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আলাউদ্দিন জানান, সাগরে ট্রলার ডুবির ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রচন্ড ঢেউয়ে সাগর থেকে সমস্ত মাছধরা ট্রলার কূলে ফিরে এসেছে বলে তিনি জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/২২ জুন ২০১৫/ এস আহমেদ