বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপি নেত্রী জন্মদিন পালন না করে দিনটি ‘সার্বজনীনভাবে’ পালনে সহযোগিতা করলেই সমঝোতার রাজনীতি ‘আরেকধাপ’ এগিয়ে যাবে।
শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিউট মিলনায়তনে চলমান রাজনীতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। নৌকা সমর্থক গোষ্ঠী নামে একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।
সুরঞ্জিত আলোচনায় বলেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গণমাধ্যমের সম্পাদকদের ডেকে বলেছেন- এবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিবসটি সার্বজনীনভাবে পালন করা যায় কিনা।”
এ বিষয়ে বিএনপিনেত্রী খালেদা জিয়ার ‘সহযোগিতা’ চেয়ে তিনি বলেন, “তিনি অন্তত ১৫ অগাস্ট তার ওই মিথ্যা জন্মদিনটি পালন না করে যদি বঙ্গবন্ধুর এই মৃত্যু দিবসটি সার্বজনীনভাবে পালনে সাহায্যে করেন, তাহলে আমরা গণতন্ত্রের অভিযাত্রায় একধাপ এগিয়ে যাব। আমরা সংঘাতমূলক রাজনীতি থেকে সমঝোতার রাজনীতিতে আরেকধাপ এগিয়ে যাব। আমরা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে অমলিন ও সমুন্নত রাখার জন্য একটি সমঝোতার ভিত্তি খুঁজে পাব।”
সংগঠনের সভাপতি এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, নৌকা সমর্থক গোষ্ঠীর মহাসচিব হুমায়ূন কবির মিজি বক্তব্য দেন।
বিডি-প্রতিদিন/২৪ জুলাই, ২০১৫/মাহবুব