স্কুলজীবন থেকে ছাত্র রাজনীতি করলেও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা না হতে পারায় দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার দুপুরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দুঃখের কথা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সেই স্কুল জীবন থেকেই দেশের দুঃসময়ে প্রতিটি সংগ্রামে রাজপথে ছিলাম। বদরুন্নেসা কলেজ তখন ইডেন কলেজ ছিল। সেই কলেজে আমি ভিপি নির্বাচিত হয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সামান্য সদস্য ছিলাম। কিন্তু আমার দুঃখ কেন্দ্রীয় কমিটির সদস্য কোনো দিন হতে পারি নাই।’
তিনি বলেন, ‘প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগ বঙ্গবন্ধুর অগ্রণী সৈনিক হিসেবে সব সময় ছিল। যখন বঙ্গবন্ধু কারাগারে বন্দী ছিলেন আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রলীগের চালিকা শক্তি ছিলেন। তিনি দিক নির্দেশনা দিতেন এবং তার নির্দেশনায় ছাত্রলীগ আন্দোলন-সংগ্রাম গড়ে তুলত।’
ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের সঞ্চলনায় সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকগণ।
বিডি-প্রতিদিন/২৫ জুলাই, ২০১৫/মাহবুব