ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সংগঠনের নতুন কমিটি গঠনের লক্ষে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ শুরু হয়েছে। এবছর নির্বাচনের প্রথমদিকে সভাপতি পদে ১২ জন এবং সাধারণ সম্পাদক পদে ২৮ জন প্রতিদ্বন্দ্বীতা করলেও সমঝোতার মাধ্যমে এ সংখ্যা কমে যথাক্রমে ১০ ও ১৮ তে দাঁড়িয়েছে।
রবিবার বেলা ১১টা থেকে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে এ ভোট গ্রহণের কাজ চলছে। ভোট গ্রহণের শুরুতে ভোট দিতে আসেন রংপুর বিভাগের পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার কাউন্সিলরা।
এর আগে সকাল ১০টা থেকেই দ্বিতীয় অধিবেশন শুরু হয়। শুরুতে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের সঙ্গে আলোচনা করেন সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার সুমন কুণ্ডু, নির্বাচন কমিশনার মোস্তাফিজুর রহমান মোস্তাক, শেখ রাসেল।
ছাত্রলীগের ১১১টি ইউনিটের প্রায় তিনহাজার কাউন্সিলর পরবর্তী দুই বছরের জন্য তাদের নেতা নির্বাচন করবেন। কাউন্সিলরা স্বচ্চ ব্যালট বাক্সে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিডি-প্রতিদিন/২৬ জুলাই, ২০১৫/মাহবুব