পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র রবিবার জানিয়েছে, সুরমা, কুশিয়ার, কপোতাক্ষ, হালদা, সাংগু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী ২৪ ঘণ্টায় সিলেট জেলার কিছু এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আরও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা থাকায় কক্সবাজার, ফেনী, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও এক প্রতিবেদনে জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র।
বিডি-প্রতিদিন/২৬ জুলাই ২০১৫/ এস আহমেদ