পলিটেকনিক ডিপ্লোমা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ৬ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু প্রশ্নপত্র উদ্ধার করা হয়েছে। আগামী ১২ আগস্ট এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম জানান, ১২ আগস্টের পলিটেকনিক ডিপ্লোমা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার ঘটনায় যশোরে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বেশ কিছু প্রশ্নপত্র উদ্ধার করা হয়েছে।