বরিশালে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় এ ধর্মঘট প্রত্যাহার করা হয়।
জেলা বাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আফতাব আহম্মেদ জানান, প্রশাসনের পক্ষ থেকে আশ্বাসের পরিপ্রেক্ষিতে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
তিনি বলেন, 'আগামীতে বাস চলাচলে কোনো বাধা সৃষ্টি হলে আমরা আন্দোলনে নামবো এই শর্তে প্রশাসনের সঙ্গে কথা বলে আপাতত ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।'
এর আগে রবিবার সকালে বরিশাল-পয়শারহাট রুটে আলফা-মাহিন্দ্রা, টেম্পু ও অটোচালক-শ্রমিকরা বাস চলাচলে বাধা দেয়। এতে ওই দিন দুপুর ১টার পর থেকে অভ্যন্তরীণ ১৫টি রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর রাত ৮ টার পর থেকে দূরপাল্লা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/০৩ আগস্ট ২০১৫/ এস আহমেদ