দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক ১৬ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার রাত ৮টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটে আটকদের বিজিবির নিকট হস্তান্তর করে বিএসএফ ।
ফেরত বাংলাদেশিরা হলেন দিনাজপুরের জেলার বিরল উপজেলার মৃত মো. বাবু নুর ইসলামের ছেলে মো. মেহেদী হাসান (১৫), একই এলাকার মো. আব্দুল মালেকের ছেলে মো. আরিফ হোসেন (১৫) ও আলমগীর হোসেন (১৯), মো. রমজান আলীর ছেলে মো. আরিফুল ইসলাম (১৫), মো. মাতারাফ হোসেনের ছেলে মো. হাফিজুল ইসলাম (৩৫), সিতেন চন্দ্র রায়ের ছেলে পলাশ চন্দ্র রায় (২০), মো. রবিউল ইসলামের ছেলে মো. উজ্জ্বল হোসেন (২৩), মো. মোস্তাফিজুর রহমানের ছেলে মো. জিল্লুর রহমান (১৬), মৃত সিকেন্দার হোসেনের ছেলে মো. সাদ্দাম হোসেন (২২), বোচাগঞ্জ উপজেলার বিজেন দাসের ছেলে রতন দাস (১৮), মো. মমিনুলইসলামের ছেলে আব্দুল মালেক (১৮), মৃত বিপিন রায়ের ছেলে শ্রী স্বপন রায় (৪০), মো. রফিকুল ইসলামের ছেলে মো. ওবায়দুল ইসলাম (১৫), ঘুতি চন্দ্র রায়র ছেলে উকিল চন্দ্র রায় (২৮), মো. নজিবুদ্দিনের ছেলে মো. বাদশাহ আলম (২৫) এবং মানিক চাঁদ রায়ের ছেলে সুজন চাঁদ রায় (১৯)।
এ সময় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হিলি সিপি কোম্পানি কমান্ডার ফজলুল হক এবং ভারতের ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক এসবি সিং উপস্থিত ছিলেন। হিলি সিপি কোম্পানি কমান্ডার মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটকরা সোমবার হিলি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। এরপর দিল্লি যাওয়ার সময় পতিরাম এলাকায় ভারতীয় সীমান্তক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে।
বিডি-প্রতিদিন/৫ আগস্ট ২০১৫/শরীফ