নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে বিএসএফের নির্যাতনের জারিয়া মূর্মু (৩০) নামে এক বাংলাদেশী আদিবাসীর মৃত্যু হয়েছে।
নিহত জারিয়া পোরশা উপজেলার মনহরপুর গ্রামের সম মূর্মুর ছেলে।
আজ বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে নওগাঁ-১৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল হাসান জানায়, গত তিন দিন আগে গরু আনতে জারিয়া মূর্মূসহ বেশ কয়েকজন বাংরাদেশী গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে ভারতে যায়।
আজ বৃহস্পতিবার ভোরে তারা গরু নিয়ে নৌকায় করে বাংলাদেশে ফেরার পথে ভারতের ৩১ বিএসএফ সদস্যরা তাদেরকে ধাওয়া করলে সকলেই পালিয়ে গেলেও জারিয়া মূমূ তাদেরও হাতে ধরা পড়ে। এরই এক পর্যাযে বিএসএফ সদস্যরা নৌকার বৈঠা দিয়ে মাথায় উপুর্যপরী আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় জারিয়া মূর্ম।
তিনি আরো জানান, পরে নিহতের স্বজনরা বিষয়টি জানতে পেরে জিরো লাইনের দেড় কিলোমিটার অভ্যন্তর থেকে পরিত্যক্ত অবস্থায় নিহত জারিয়ার লাশ উদ্ধার করে নিয়ে আসে। বিষয়টি নিয়ে বিএসএফের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।