মুন্সীগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার সমেষপুরে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে হাসাঢ়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. হাসান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাওয়াগামী আপন পরিবহনের একটি বাসের চাকা পাংচার হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ২০ জন আহত হন। আহতদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঢাকা নেওয়ার পথে গুরুতর আহত এক যাত্রীর মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/ ০৭ আগস্ট, ২০১৫/ এস আহমেদ