ভিয়েতনামের রাষ্ট্রপতি ট্রুং তান সাংয়ের আমন্ত্রণে ছয় দিনের সফরের পথে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
স্থানীয় সময় শুক্রবার বিকাল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক ব্মিানবন্দরে পৌঁছান। এসময় থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীম বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এরআগে, শুক্রবার সকালে সস্ত্রীক থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে রওনা দেন রাষ্ট্রপতি। এ সময় বিমানবন্দরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ডিপ্লোম্যাটিক কোরের ডিন রবার্ট গিবসন, তিন বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, “রাষ্ট্রপতির এই সফরের মধ্য দিয়ে ভিয়েতনামের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির বাণিজ্যিক সম্পর্ক রাষ্ট্রপতির সফরে আরও জোরদার হবে।”
ভিয়েতনামে পৌঁছে ১০ অগাস্ট দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন রাষ্ট্রপতি। একই দিনে ট্রুং তান সাংয়ের দেওয়া নৈশ ভোজেও অংশ নেবেন তিনি।
এরপর ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন তান দুং রাষ্ট্রপতি হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া ভিয়েতনামের ন্যাশনাল এসেম্বলি হাউজের চেয়ারম্যান নগুয়েন সিন হাং, দেশটির কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, হো-চি-মিন সিটি কমিউনিস্ট পার্টির চেয়ারম্যানের সঙ্গেও আবদুল হামিদের সাক্ষাতের সূচি রয়েছে।
হো-চি-মিন সিটিতে বসবাসরত বাংলাদেশিরাও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবেন বলে তার প্রেস সচিব জানান। সফর শেষে আগামী ১৩ অগাস্ট রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
রোববার ব্যাংকক থেকে ভিয়েতনামের উদ্দেশ্যে যাত্রা করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রুং তান সাংয়ের আমন্ত্রণে দেশটিতে চার দিনের সফরে যাচ্ছেন তিনি। স্ত্রী রাশিদা খানমও এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন।
বিডি-প্রতিদিন/০৭ আগস্ট, ২০১৫/মাহবুব