ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায় নিলয়ের মরদেহের শেষকৃত্য তার পিরোজপুরের গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার পর তার শেষকৃত্য সম্পন্ন হয়।
এর আগে, রাত সোয়া ১০টার দিকে নিলয়ের মরদেহ অ্যম্বুলেন্সযোগে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের পান্তডুবির গ্রামের বাড়িতে পৌঁছালে এক শোকাবহ পরিবেশ সৃস্টি হয়। মায়ের আহাজারিতে চোখের পানি ধরে রাখতে পারেনি উপস্থিত অনেকেই। মরদেহ দেখতে বাড়িতে জমা হয় শত শত মানুষ। এরপর রাত সাড়ে ১২টার দিকে শুরু হয় নিলাদ্রীর মরদেহের শেষকৃত্য।
বিডি-প্রতিদিন/০৯ আগস্ট, ২০১৫/মাহবুব