এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের পরীক্ষায় পাশের হার কমার জন্য পরীক্ষার সময় বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের উপর গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষার সময় বাংলাদেশে একটি অসামঞ্জস্য অবস্থা ছিল। এটি ছিল মনুষ্য সৃষ্ট। সে সময় বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ তো ছিলই, সে সঙ্গে ছিল পেট্রলবোমা মারা। আর এই কারণেই গতবারের থেকে এবারের পরীক্ষায় শিক্ষার্থীরা তুলনামূলক খারাপ ফল করেছে।
এতো প্রতিকূল অবস্থার মধ্যেও পরীক্ষা পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে পারায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
গণভবনে প্রথমে ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে বোর্ডের ফল হস্তান্তর করেন। এরপর একে একে সব বোর্ডের চেয়ারম্যানরা তাদের বোর্ডের পরীক্ষার্থীদের ফল হস্তান্তর করেন। এরপর প্রধানমন্ত্রী অনলাইনে ফলপ্রকাশ করেন।
এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ বছরের এইচএসসি (উচ্চ মাধ্যমিক) সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বিডি-প্রতিদিন/০৯ আগস্ট, ২০১৫/মাহবুব