জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আগামীকাল সোমবার আদালতে যাচ্ছেন না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বাস্থ্যগত সমস্যার কারণ দেখিয়ে দুর্নীতির এ দুই মামলায় হাজিরা দিতে কাল আদালতে যেতে পারবেন না তিনি।
আজ রবিবার সকালে বেগম জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। এর আগে গত ৩ আগস্ট দুর্নীতির দুই মামলার পরবর্তী শুনানির জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেছিলেন সংশ্লিষ্ট আদালত।
বিডি-প্রতিদিন/৯ আগস্ট ২০১৫/শরীফ