বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন ভূখণ্ড হিসেবে যোগ হওয়া ছিটমহলগুলোর ল্যান্ড রেকর্ড (দলিল) হস্তান্তর আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৫ মিনিটে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধায় দু'দেশের প্রতিনিধিদের মধ্যে এ দলিল হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশনের হেড অব চ্যান্সেলর আনোয়ারুল ইসলামসহ ১৭ জনের প্রতিনিধি দল। ভারতের পক্ষে ছিলেন কোচবিহারের ডিসি ডি উলাঙ্গা নাথান ও তার দল। ভারত-বাংলাদেশ জয়েন্ট কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়।
এখন চলছে মিটিং। এতে বাংলাদেশ থেকে ভারতে যেতে ইচ্ছুক ৯৮৯ জন কবে-কীভাবে কোন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবেন তা নিয়ে আলোচনা হবে। এছাড়া বাংলাদেশে যুক্ত হওয়া ১১১টি ও ভারতে যুক্ত হওয়া নতুন ৫৫টি ভূখণ্ডের বিভিন্ন দিক নিয়ে কথা হবে।
বিডি-প্রতিদিন/১০ অাগস্ট ২০১৫/শরীফ