চিকিৎসার জন্য আগামী দুই একদিনের মধ্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যের রাজধানী লন্ডন যাবেন বলে জানিয়েছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
ড. রিপন বলেন, ম্যাডামের যুক্তরাজ্য সফরটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সফর। তিনি চিকিৎসার জন্য সেখানে যাচ্ছেন। সেজন্য সফরের তারিখ নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে এটা নিশ্চিত তিনি লন্ডন সফরে যাচ্ছেন। আর তা হতে পারে মঙ্গলবার অথবা বুধবার।
এর আগে, গত শনিবার রাতে সদ্য কারামুক্ত চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছিলেন, ‘আগামী ১১ আগস্ট তিনি (খালেদা) লন্ডনের উদ্দ্যেশে ঢাকা ত্যাগ করতে পারেন।’
ওইদিন দুদু বলেছিলেন, ‘ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করেছি। সার্বিক বিষয় নিয়ে কথা হয়েছে। মূলত চোখের চিকিৎসার জন্য তিনি লন্ডন যাচ্ছেন।’
বিডি-প্রতিদিন/১০ আগস্ট, ২০১৫/মাহবুব