বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রাকচাপায় বঙ্গবন্ধু সেতুর এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।
নিহত ফরিদুল ইসলাম হেলাল (৫০) সিরাজগঞ্জ সদর উপজেলার বড় সারটিয়া গ্রামের যতিন সরকারের ছেলে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে।
বিডি-প্রতিদিন/১২ আগস্ট ২০১৫/ এস আহমেদ