কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কথা ও কাজ থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর সার্কিট হাউজ রোডে তথ্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এআহ্বান জানান। তিনি বলেন, বিকৃত তথ্য বিভ্রান্তির সৃষ্টি করে। প্রধানমন্ত্রী বিকৃত তথ্য গণমাধ্যমে প্রচার এবং প্রকাশ বন্ধেরও আহ্বান জানান।
এসময় ইলেকট্রনিক সাংবাদিকদের জন্য একটি আলাদা নীতিমালা গঠন করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বলার, স্বাধীনতা এবং সুযোগ করে দিয়েছে। সরকারের সমালোচনা যেন গঠনমূলক হয় সে দিকে নজর রাখতেও গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, 'তথ্য যেমন মানুষকে সুযোগ সৃষ্টি করে দেয়, তেমনি বিকৃত তথ্য মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করে এবং মানুষের ক্ষতি সাধন করে। যেসব তথ্য মানুষের উপকার করে সেগুলো যাতে মানুষের কাছে পৌঁছায় এবং যেগুলো ক্ষতি করে সেগুলো যাতে শিশু-কিশোরদের চারিত্রিক গঠনে বিকৃত না করতে পারে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেয়া দরকার'।
প্রধানমন্ত্রী আরও বলেন, 'প্রত্যেক ধর্মের মানুষ তার ধর্ম পালনের স্বাধীনতা থাকবে এবং কেউ কারো ধর্মে আঘাত দিয়ে কোনো কাজ করবে না এবং বলবে না'।
বিডি-প্রতিদিন/ ১২ আগস্ট, ২০১৫/ রশিদা