চাঁপাইনবাবগঞ্জের নাচোলের সোনইচন্ডী পশুহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে এবং এজন গুরুতর আহত হয়েছেন।
এদের মধ্যে একজন হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নজরপুর গ্রামের তারেক রহমানের ছেলে আলমগীর হোসেন (৩৮) এবং অপরজন সিরাজগঞ্জের নজরুল ইসলাম বলে জানা গেছে।
তবে বিদ্যুৎপৃষ্ঠে চট্রগ্রামের নিহত দুই গরু ব্যবসায়ীর এবং আহত বগুড়ার একজনের নাম-ঠিকানা পাওয়া যায়নি। আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাচোল হাটের দক্ষিণে গরু রাখার একটি কুড়েঘরের পার্শ্বে বৈদ্যুতিক খুটির সাথে একজন গরু ব্যবসায়ী বিদ্যুৎস্পৃষ্ট হলে অপর তিনজন তাকে বাঁচাতে গিয়ে তারাও ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এবং একজন আহত হন। পরে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধারের পর ট্রাকযোগে নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেয়ার তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
তবে নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের স্থানীয় কসবা ইউনিয়নের চৌকিদারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছেন বলে সাংবাদিকদের জানান।
বিডি-প্রতিদিন/ ১২ আগস্ট ১৫/ সালাহ উদ্দীন