পদ্মায় তীব্র নাব্যতা সঙ্কট দেখা দেয়ায় কাওড়াকান্দি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল হুমকির মুখে পড়েছে। গত একমাস ধরে এ নাব্যতা সঙ্কটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আর নাব্যতা সঙ্কটের কারণে পদ্মা পার হতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে ফেরিগুলোর। এতে প্রতিদিনই ঘাটে যানজটের সৃষ্টি হচ্ছে।
বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাট সূত্র জানায়, নাব্যতা সঙ্কটের কারণে রো রো ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কে-টাইপ, ফ্ল্যাট, মাঝারি মানের ২টি ও একটি ভিআইপি ফেরি চলাচল করছে। পদ্মার নদীর লৌহজং টার্নিং পয়েন্টের হাজরা চ্যানেল মুখে পানির পরিমান কম। তাছাড়া ডুবোচর জেগে উঠায় রো রো ফেরি এই চ্যানেল অতিক্রম করতে পারে না।
বিআইডব্লিউটিসির মেরিন ম্যানেজার শাজাহান মিঞা জানান, চারটি রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে। অন্যান্য ১৩টি ফেরি চলছে কোনমতে। টার্নিং পয়েন্টে খননকাজ চললেও কোন সুফল পাওয়া যাচ্ছে না।
বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, ‘পদ্মার নাব্যতা সঙ্কট নিরসনে লৌহজং টার্নিং পয়েন্টে তিনটি খননযন্ত্র দিয়ে খননকাজ চালিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া কাওড়াকান্দি ঘাটের কাছাকাছি এলাকায় খননকাজের প্রস্তুতি নেয়া হচ্ছে।’
এদিকে নাব্যতা সঙ্কটের কারণে ফেরি চলাচল বাধাগ্রস্ত হওয়ায় শিবচরের কাওড়াকান্দি ঘাটে আটকে থাকছে পন্যবাহী ট্রাক। প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে।