ইবতেদায়ী মাদরাসা শিক্ষককরা তাদের জন্য জাতীয় স্কেলে বেতনের দাবি জানিয়েছেন। এ লক্ষ্যে আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি এক মানববন্ধন ও সমাবেশ করে। সেখান থেকেই এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিগত সময়ে অনেক প্রতিশ্রুতি ও মন্ত্রণালয়ের অনেক সিদ্ধান্ত থাকলেও আজ পর্যন্ত জাতীয় স্কেলে বেতনের দাবি বাস্তবায়ন হয়নি।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা আজ হতাশ। মাদ্রাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতন প্রদানে প্রধানমন্ত্রী ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলবে।
সমাবেশে বক্তব্য রাখেন সমিতির মহাসচিব মোখলেছুর রহমান, প্রধান উপদেষ্টা সাগর আহমেদ শাহীন, সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম হিরন প্রমুখ।
বিডি-প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ