সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগের আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদন খারিজ করেছেন আদালত। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ অাদেশ দেন। এর ফলে প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগের রায়ই বহাল রইলো।
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে শিক্ষকদের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিউ-উল হক, অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বিডি-প্রতিদিন/ ১১ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা