আগামী ২২ মার্চ থেকে ছয় ধাপে সারা দেশে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রথম ধাপে ৭৫২ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ। মনোনয়নপত্র দাখিল করতে হবে ২২ ফেব্রুয়ারির মধ্যে। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি মনোয়নপত্র যাচাই-বাছাই চলবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২ মার্চ।
আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়া দ্বিতীয় ধাপে ৭১০ ইউনিয়ন পরিষদে ৩১ মার্চ, তৃতীয় ধাপে ৭১১ ইউনিয়ন পরিষদে ২৩ এপ্রিল, চতুর্থ ধাপে ৭২৮ ইউনিয়ন পরিষদে ৭ মে, পঞ্চম ধাপে ৭১৪ ইউনিয়ন পরিষদে ২৮ মে ও ষষ্ঠ ধাপে ৬০৭ ইউনিয়ন পরিষদে ৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/১১ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ