জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও সাহসের সঙ্গে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৬তম জাতীয় সমাবেশ-২০১৬’র উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত দরবারে তিনি এ আহ্বান জানান।
শেখ হাসিনা আরও বলেন, জনগণের জানমালের হেফাজত করা আপনাদের পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব পালনে আপনারা সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও সাহসের সঙ্গে কাজ করবেন।
এসময় আনসারদের চাকরি স্থায়ীকরণে আইনগত সমস্যা দূর করে তাদের আত্তীকরণের ব্যবস্থা নেয়া হবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
বিডি-প্রতিদিন/১১ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব