সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহতের প্রতিবাদে রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা। অবরোধে মহাসড়কে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, গত শনিবার সকালে কলেজ যাওয়ার সময় প্রথম বর্ষের ছাত্রী মাহমুদা আক্তার ও রোকেয়া আক্তারকে ইউটার্ন নিতে গিয়ে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাহমুদা আক্তার নিহত হয়। মারাত্মক আহত রোকেয়া আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। রবিবার এ ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা বেলা ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে।
মহাসড়ক অবরোধ করার সংবাদ পেয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুজ্জামান, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. মাহফুজুর রহমান, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া এবং দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল ঘটনাস্থলে উপস্থিত হন। তারা শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
এ ব্যাপারে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আজকের মধ্যে ইউ টার্ন বন্ধ এবং জেব্রাক্রসিং এর কাজ শেষ করা হবে। যাত্রী ছাউনি এবং ফুটওভার ব্রিজ নির্মাণে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অভিহিত করা হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ছাত্রীর পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৬/ এস আ্হমেদ