যুদ্ধাপরাধী মীর কাসেমের আপিল মামলা থেকে সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম। আজ বেলা সাড়ে ১১টার দিকে তীব্র সমালোচনার মুখে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চে শুনানিকালে এ মামলার কার্যক্রম পরিচালনা থেকে নিজেকে প্রত্যাহার করে নেন সাবেক এই বিচারপতি।
বিডি-প্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা