কোস্টগার্ডের নতুন মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব নিয়েছেন রিয়ার অ্যাডমিরাল আবু মোজাফ্ফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী। সোমবার বিদায়ী ডিজি রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন নতুন ডিজির হাতে কোস্ট গার্ডের দায়িত্বভার হস্তান্তর করেন।
১১ ফেব্রুয়ারি আওরঙ্গজেবকে প্রেষণে ডিজি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। কোস্টগার্ডের একাধিক সূত্র সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
আওরঙ্গজেব ১৯৮০ সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন প্রাপ্ত হন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন পেশাগত কোর্সে অংশ নিয়েছেন। তিনি নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), কমডোর কমান্ডিং চট্টগ্রাম, কমডোর সুপারিনটেন্ডেন্ট ডকইয়ার্ড, নৌ সদরের নৌসচিব ও বিভিন্ন পরিদফতরের পরিচালক এবং বিভিন্ন জাহাজের অধিনায়ক, কমান্ড্যান্ট, মেরিন একাডেমি, জোনাল কমান্ডার কোস্ট গার্ড পূর্ব জোন, প্রিন্সিপাল মেরিন ফিসারিজ একাডেমি হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডি-প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ