ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার ৫ ঘণ্টা পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার রাত ৩টা থেকে বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জসীম উদ্দিন জানান, রাত ৩টার দিকে ঘন কুয়াশার কারণে কর্তৃপক্ষ ফেরি পারাপার বন্ধ রাখার নির্দেশ দেয়। এ সময় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট ও মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া ৫টি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়। এ ছাড়া শিমুলিয়া ঘাটে যানবাহন বোঝাই করা একটি ও কাওড়াকান্দি ঘাটে থেকে একটি ফেরি ছাড়ার অপেক্ষায় ছিল। কুয়াশা কেটে যাওয়ায় মঙ্গলবার সকাল ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিডি-প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ