ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের পক্ষে দাঁড়িয়ে তাকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ডিজিএফআইয়ের ‘সরবরাহ করা’ শেখ হাসিনার ‘দুর্নীতির খবর’ যাচাই ছাড়া প্রকাশ করার ‘ভুল’ মাহফুজ আনাম স্বীকারের পর সোমবার এক সভায় প্রধানমন্ত্রী ওই প্রসঙ্গ তুলে সম্পাদক মাহফুজ আনামের সমালোচনা করেন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরামের এক আলোচনায় মাহফুজ আনামের নিয়ে প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের সমালোচনা করেন জরুরি অবস্থার সময় বিএনপির ‘সংস্কারপন্থি’ অংশের মহাসচিবের দায়িত্ব নেওয়া হাফিজ।
প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, “সব সংবাদপত্রেই সংবাদগুলো প্রকাশিত হয়েছে। একমাত্র মুক্তিযোদ্ধা মাহফুজ আনাম, তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, ভুল স্বীকার করেছেন, অন্যরা তো করেননি।”
জরুরি অবস্থার সময় সংবাদপত্রে যাদের ‘স্বীকারোক্তি’ উদ্ধৃত করে শেখ হাসিনার ‘দুর্নীতির’ খবর ছাপা হয়েছিল, আওয়ামী লীগের সেই নেতাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার সমালোচনা করেছেন বিএনপি নেতা হাফিজ।
তিনি নাম উল্লেখ করে বলেন, “ওই সময়ে আওয়ামী লীগের শেখ ফজলুল করীম সেলিম, তাদের সাধারণ সম্পাদক আবদুল জলিল (প্রয়াত), ওবায়দুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ মারাত্মক কথা বলেছেন। “কই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তো বললেন না প্রধানমন্ত্রী।”
সাবেক এই পানিসম্পদমন্ত্রী বলেন, “আমাদের প্রধানমন্ত্রীকে জাতিসংঘের পানি প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি কী নিজের দেশের পানি প্রতিবেশী রাষ্ট্রকে অবাধে দিয়ে দেওয়ার জন্য? নিজের কৃষককে বঞ্চিত করে প্রতিবেশী দেশের কৃষককে সমৃদ্ধ করার জন্য?
বিডি-প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব