পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যগেশ্বর রায়কে নৃশংসভাবে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই কাপুরুষোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায়।
তিনি বলেন, এই হত্যাকাণ্ড বাংলাদেশে ঐতিহাসিকভাবে শেকড় গেড়ে আছে এমন জনগোষ্ঠীর উপর এবং বৈচিত্র্য ও সৌহার্দের ঐতিহ্যের উপর আঘাত।
এই ঘটনাসহ সকল চরমপন্থী আঘাতের সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করতে বাংলাদেশের প্রচেষ্টাকে স্বাগত জানানো হয়েছে আজকের বিবৃতিতে। এর আগে একই প্রসঙ্গে গত সোমবার ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য নিন্দা জানিয়ে বিবৃতি দেয়।
বিডি-প্রতিদিন/ ২৩ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন