৩৫তম বিসিএসের দ্বিতীয় দফায় মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৬ মার্চ শুরু হয়ে ২১ মার্চ শেষ হবে সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডার প্রার্থীদের মৌখিক পরীক্ষা।
রাজধাণীর শেরেবাংলা নগরে পিএসসির প্রধান কার্যালয়ে নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে বলে বুধবার কমিশনের ওয়েবসাইটে সূচি প্রকাশ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে, গত ১৩ জানুয়ারি ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ৬ হাজার ৮৮ জন চাকরিপ্রত্যাশী। এরপর গত ৩১ জানুয়ারি প্রথম দফার মৌখিক পরীক্ষা শুরু হয়, যা ৩ মার্চ পর্যন্ত চলবে।
পিএসসি বলছে, মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কমিশন থেকে ডাকযোগে প্রার্থীদের কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হচ্ছে না। কমিশনের ওয়েবসাইট থেকে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত সাক্ষাৎকারপত্র ডাউনলোড করে তা যথাযথভাবে পূরণ করে নির্ধারিত দিনে প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষা বোর্ডে উপস্থিত হতে হবে।
মৌখিক পরীক্ষার সময়সূচি দেখতে ক্লিক করুন:
https://drive.google.com/file/d/0B9ksDS8SM123WnFyMTRkSXBUUUE/view
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব